|
---|
সংবাদদাতা : ২৭অক্টোবর, ২০১৮ তারিখে ছত্রিশগড়ের বিজাপুরে বাহিনী নিয়ে টহল দেওয়ার সময় মাওবাদী হামলায় শহীদ হন সাগরদিঘী তথা বোখারার ভূমী পূত্র মীর মতিউর রহমান। তাঁর মৃত্যুর খবর আসতেই সোকের ছায়া নেমে পড়ে সাগরদিঘী তথা সমগ্র বোখারা গ্রামে। ২০১৮ সালের ২৯ শে অক্টোবর ওনার শবদেহ এসে পৌঁছায় বোখারা গ্রামে সেনাবাহিনীর প্রথা মাফিক সসম্মানে অন্তিম কাজ সমাপ্ত হয়। “শহীদ এর রক্ত; হবে না কো ব্যর্থ” এই মূলমন্ত্র অন্তরে নিয়ে শহীদ মীর মতিউর রহমান’কে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলো মানব বন্ধন সাগরদিঘী ব্লক শাখা সহ সাগরদিঘীর সমস্ত এন.জি.ও সংস্থা ও স্থানীয় ক্লাব গুলি। উপস্থিত ছিল সাগরদীঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টও, ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানান সঞ্জীব দাস ও বিশ্বজিৎ সাহা। উপস্থিতি ছিলেন তুষার ভকত, আনিসুর শেখ,রাহুল শেখ,সোহাগ প্রামাণিক, রুহুল শেখ সহ বিভিন্ন রক্তযোদ্ধারা। শহীদ মীর মতিউর রহমান এর আত্মার শান্তি কামনার জন্য একটি মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে শহীদ মীর মতিউর রহমানকে পুস্প অর্পণ করা হয়।