ইউক্রেনে আটকে থাকা বাঙালি পড়ুয়াদের জন্য হেল্পলাইন চালু রাজ্যের

নতুন গতি নিউজ ডেস্ক: ইউক্রেনে আটকে পড়া বাংলার পড়ুয়া ও অন্যান্যদের ঘরে ফেরানোর জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করলো রাজ্য সরকার। আটকে পড়া পড়ুয়া ও তাদের পরিবারের সাহায্যের জন্য চালু করা হয়েছে দু’টি হেল্পলাইন নম্বর – (০৩৩) ২২১৪৩৫২৬ এবং ১০৭০।

    একজন আইএএস আধিকারিক থাকবেন সেই কন্ট্রোল রুমের দায়িত্বে যার তত্ত্বাবধানে কাজ করবেন ডব্লিউবিসিএস আধিকারিকরা।

    তার সাথে প্রতিটি জেলার কাছে জানতে চাওয়া হয়েছে, সেই জেলা থেকে কতজন ইউক্রেনে আছেন তার তথ্য। সেই তালিকায় উল্লেখ করতে হবে নাম, ইউক্রেনে আটকে থাকার ঠিকানা, পাসপোর্ট নম্বর ও ফোন নম্বর।

    সূত্রের মারফত জানা যায় যে নবান্নের সঙ্গে প্রতিনিয়ত যোগ রয়েছে দিল্লির বিদেশ মন্ত্রকের।