|
---|
মালদা : এক পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ইংরেজবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের উত্তর বালুচর এলাকায়। তবে কি কারণে ওই পুড়ুয়া আত্মহত্যা করল তা জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে ওই পরিবার নাম অভিজিৎ দাস। বয়স ১২। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল ওই পড়ুয়া। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা জানালা দিয়ে ওই পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে। এর পরই তড়িঘড়ি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ওই পড়ুয়াকে। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।