|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : সাগরদিঘী থানা এবং জঙ্গিপুর পুলিশ জেলার যৌথ উদ্যোগে সাগরদিঘীর রতনপুর মোড়ে সাব ট্রাফিক গার্ড এর শুভ উদ্বোধন করেন মঙ্গলবার। এদিনে ফিতে কেটে সাব ট্রাফিক গার্ড এর উদ্বোধন করেন শ্রী সীদ্ধ্ নাথ গুপ্তা IPS A. D. G.South Bengal, D I G রাশিদ মুনির খান, জঙ্গিপুর পুলিশ সুপার ডঃ ভোলা নাথ পান্ডে, সাগরদিঘীর বিডিও শ্রী সুরজিৎ চ্যাটার্জী। এদিন সাব ট্রাফিক গার্ড উদ্বোধনের পাশাপাশি সাগরদিঘীতে হারিয়ে ও চুরি হয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিলো সাগরদিঘী থানার পুলিশ।কয়েকদিন আগে সাগরদিঘীর বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া ফোন উদ্ধারের জন্য লিখিত অভিযোগ জমা পরে সাগরদিঘী থানায়। পুলিশ তদন্তে নেমে ৫০ টি ফোন উদ্ধার করে। সেই ফোন মঙ্গলবার প্রকৃত মালিকদের হাতে তুলে দেয় সাগরদীঘি থানার পুলিশ।