|
---|
নিজস্ব সংবাদদাতা; ধূপগুড়ি: অবশেষে ভালবাসার প্রাপ্য অধিকার পেল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির প্রেমিক অনন্ত বর্মণ। সফল হল ৮ বছরের ভালবাসা ফিরে পাওয়ার ধর্ণা।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ার জেরে শেষমেশ বেগতিক বুঝে যুবককে বিয়ে করলেন তাঁর ৮ বছরের পুরানো প্রেমিকা। খুশির আমেজ এলাকা জুড়ে। প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসেছিলেন অনন্ত বর্মণ। ধর্ণা চলা কালীন আজ দুপুরে অসুস্থও হয়ে পড়েন তিনি। এরপর সন্ধ্যায় সকলের উপস্থিতিতে বিয়ে হয় দু’জনের। শুভেচ্ছা জানাতে ভিড় করেন এলাকাবাসী থেকে শুরু করে দূর দূরান্ত থেকে খবর পেয়ে ছুটে আসা মানুষজন।