|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- বাংলা জুড়ে ১২হাজার কিলোমিটার রাস্তা তৈরি। একটা ইতিহাস তৈরি হল বলে বৃহস্পতিবার মন্দির বাজার এ দাবি করেন সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার। বৃহস্পতিবার তিনি মন্দির বাজার তৃণমূলের পার্টি অফিসে সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য পরিকল্পনা বলার জন্যই এই সাংবাদিক সম্মেলন।বাংলাজুড়ে সম্পুর্নরূপে রাজ্য সরকারের অর্থে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। এই ১২ হাজার কিলোমিটারের মধ্যে নতুন রাস্তাও রয়েছে যেমন, ঠিক তেমনই রাস্তা সংস্কারের কাজ ও রয়েছে। এটা একটা ইতিহাস রচিত হল বলে মনে করেন জয়দেব হালদার। তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চায় বিধায়ক থেকে শুরু করে সমস্ত জেলা নেতৃত্ব।
গতকালকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি জয়দেব হালদার,রাজ্যের প্রাক্তন সংখ্যালঘু মন্ত্রী তথা মগরাহাট পশ্চিম বিধান সভার বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা, পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরবন সাংগঠনিক জেলার যুব সভাপতি বাপি হালদার, মগরাহাট পূর্বের বিধায়ীকা নমিতা সাহা,কুল্পি বিধায়ক যোগরঞ্জন হালদার সহ অন্যান্য নেতৃত্বরা।