কলকাতার বিধান নগরে পালিত হল রাহুল গান্ধির পঞ্চাশ তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক ক্ষেত্রে লড়াই ও সংগ্রামের প্রতীক , যুব শক্তির আদর্শ, ভবিষ্যৎদ্রষ্টা , জাতির আদর্শ পথ প্রদর্শক, রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীর ৫০ তম জন্মদিন দিকে দিকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। এদিন কোলকাতার বিধাননগর এলাকায় আগামী দিনের ভবিষ্যত শিশুদের মধ্যে বই, কলম, খাতা, ফলমূল ও মিষ্টি বিতরনের মাধ্যমে জন্মদিন উদযাপিত হয়। এক অনাড়ম্বর পরিবেশে কার্যত নিশব্দে শিশুদের মধ্যে রাহুল গাঁধী জন্মদিবস পালন নজর কাড়ে।

     

    আয়োজক  পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির সোশ্যাল মিডিয়ার অন্যতম কর্ণধার তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য পূজা রায় চৌধুরী এদের হাতে উপহার সামগ্রী তুলে দেন এবং পুজা রায় চৌধুরী বলেন, দেশের জন্য প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গান্ধী পরিবারের একাধিক প্রধানমন্ত্রী প্রান হারিয়েছেন। প্রয়াত রাজীব গান্ধী সন্তান সুযোগ্য দেশনেতা রাহুল গাঁধী দেশব্যাপী আজ এক লড়াই ও সংগ্রামের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা চাই শুভজন্মদিনে তার দীর্ঘ জীবন কামনা করে ছাত্র ছাত্রী ও শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।