|
---|
মহিউদ্দীন আহমেদ, বোলপুর: পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ, পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘ বীরভূম জেলা কমিটির উদ্যোগে সিপিআইএম নেতা মনসা হাঁসদার স্মরণ সভা অনুষ্ঠিত হয় বৃহষ্পতিবার। বোলপুরের দূর্গাপুর, ধান্যসড়া সিধু-কানহু সাংস্কৃতিক মঞ্চে তার স্মরন সভা অনুষ্ঠিত হয়।
মনসা হাঁসদা সিপিআইএম পার্টির রাজ্য কমিটির সদস্য ও বীরভূম জেলা কমিটির সম্পাদক ছিলেন। আগে তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসেবে পাঁচ বছর দায়িত্বে ছিলেন। দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত হয়ে মাস খানেক আগে তিনি পরলোকগমন করেন। আজ পার্টির উদ্যোগে তার স্মরনসভার আয়োজন করা হয়। জেলা সম্পাদক থাকাকালীনই তিনি পরলোকগমন করেন।