|
---|
জলপাইগুড়ি: বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে জলপাইগুড়ি হিন্দি প্রকাস্টের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী নির্বাচন ও সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। নিপু সাহা সর্ব সম্মতিতে তৃণমূলের হিন্দি প্রকস্টের জলপাইগুড়ি টাউন ব্লক সভাপতি নির্বাচিত হন।
সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি, জলপাইগুড়ির বিধায়ক ড. পিকে বর্মা, -জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকাস্টের জেলা সভাপতি অমরনাথ ঝা, জলপাইগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের ভাইস চেয়ারপার্সন সন্দীপ মাহাতো, ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারপার্সন রাজেশ কুমার সিং ( গুড্ডু ) তৃণমূল কংগ্রেস নেতা ধরম পাসমান সহ অনেকে।