|
---|
শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে স্থানীয় কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে সুপার ডিভিশন লিগ কাম নক আউট T20 ক্রিকেট টুর্নামেন্ট ।ফাইনালে অগ্রনী সংঘকে 29রানে হারিয়ে চাম্পিয়ান হল অগ্রগামী সংঘ।প্রথমে ব্যাট করে অগ্রগামী সংঘ কুড়ি ওভারে একশো আশি রান করে,অগ্রগামীর পক্ষে দুই ওপেনার অসিতাভ রায় এবং কৌশিক চৌধুরী একশো রানের পার্টনার সিপ করেন।শেষে অগ্রনী সংঘ 146 রানে অল আউট হয়ে যায়।অগ্রগামীর পক্ষে দেবদিত মালাকার উনিশ রানে তিন উইকেট দখল করে।এছারা অজিত রায় বারো রানে দুই উইকেট দখল করে।
এদিন গ্যালারিতে বসে ম্যাচ দেখেন মেয়র গৌতম দেব এবং রঞ্জন সরকার।এদিন রাত্রের ম্যাচ দেখতে আগাগোড়াই গ্যালারীতে ক্রিকেট প্রেমী মানুষ এসেছিলেন।মেয়র গৌতম দেব এদেন জানান অনেকদিন পরে রাতে ক্রিকেট দেখলাম ভালো লাগলো।গ্যালারীতে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং শিলিগুড়ি পুরনিগমের কয়েকজন কাউন্সিলারও।