রবি ঠাকুরের ১৫৮ তম জন্মবরস উদজাপান

জাহির হোসেন মন্ডল ,কলকাতা: কবি গুরু র ১৫৮তম জন্মদিবসে প্রতি বারের মতো এবারেও প্রভাতফেরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন হয় গড়িয়া এলাকাতে আয়োজক বীরজি বেলতলা ইউথ ক্লাব। সকাল ৬টা থেকে শুরু হয়ে প্রায় ১০টা অবদি চলে অনুষ্ঠানটি। এক বরণাঢ্য শোভা যাএার মধ্যদিয়া অনুষ্ঠানের শুভসূচনা হয়। সঙ্গে বিখিপ্ত ভাবে রাস্তায় রাস্তায় সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া লিগাল এ্যাড ফোরাম এর হর্নারেবেল মেমবার আইন জীবি দিপঙ্কর চক্রবরতি মহাশয় ও সঙ্গে অন্নান্য বিশিষ্ঠ ব্যাক্তিগণ। তিনি বলেন বাংলার সংস্কৃতিকে বাচিয়ে রাখার তাদের এই খুদ্র প্রচেষ্টা। আরও বলেন কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুরকে প্রকৃত স্রদ্ধা যাপন করা তখনি সম্ভব হবে, কবিগুরু রবি ঠাকুর যে ভাষায় কবিতা লিখে সারা বিষ্বকে বাংলা ভাষার পরিচয় দিয়েছিলেন, যে ভাষা সারা বিশ্ব খ্যাতি অর্জন লাভ কের, সেই বাংলা ভাষা টাকে আমরা যখন ব্যাবহার করবো ঠিক ও সুদ্ধ ভাবে করতে পারলে আমারা তখনি প্রকৃত মর্জাদা দিতে পারবো। সব শেষে রবিন্দ্র মূর্তিতে মাল্য দান কোরে অনুষ্ঠান শেষ হয়।