বিমানের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ভারতীয় বিমান কর্মীর

নতুন গতি নিউজ ডেস্ক: কুয়েত বিমানবন্দরে কাজ করার সময় মৃত্যু হল এক ফ্লাইট টেকনিশিয়ানের ৷ বিমানের সামনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এই বিমানকর্মীর ৷ দুর্ঘটনাটি ঘটেছে কুয়েত সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ কুয়েত এয়ারওয়েজের একটি বিশাল বোয়িং ৭৭৭-৩০০ER বিমানের সামনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই ভারতীয় টেকনিশিয়ানের ৷ মৃতের নাম আনন্দ রামচন্দ্রণ বলে বিমানসংস্থার তরফে জানানো হয়েছে ৷ তিনি কেরলের তিরুঅনন্তপুরমের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

    কুয়েত বিমানবন্দরের এয়ারপোর্ট স্কোয়ার থেকে টার্মিনাল-৪ পর্যন্ত বিমানটিকে নিয়ে যাওয়ার সময় টাগ ভেহিক্যাল থেকে পড়ে যাওয়াতে বিমানের সামনের চাকা পিষে দিয়ে যায় রামচন্দ্রণকে ৷ মৃতের পরিবারের প্রতি কুয়েত এয়ারওয়েজের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে ৷ রামচন্দ্রণের স্ত্রী এবং একটি মেয়ে রয়েছে ৷ তাঁর মৃত দেহ তিরুঅনন্তপুরমের বাড়িতে এসে পৌঁছেছে ৷