পানীয়জল নেই দাবি তুলছেন হবিবপুর এলাকা বাসিন্দারা

নতুন গতি, মালদা হবিবপুর: ভোট আাসে ভোট যায় হবিবপুরে ব্লক আক্তল গ্রাম পঞ্চায়েত অধ্যুষীত অধিবাসী। কেন্দ্রপুকুর এলাকায় নেই কোন জলের ব্যবস্থা। হাতে গোনা দু চারটে নিজেদের বাড়িতে রয়েছে জলের ব্যবস্থা। বাকিদের জল আনতে হয় গ্রাম পঞ্চায়েত রয়েছে সাবমাশল সেখান থেকে জল আনতে হয়। তা নিয়ে তারা অনেক বার জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতে কোন লাভ হয়নি। তাদের এলাকায় নেই পানীয় ট্যাপ। একটি মাত্র ভরসা পঞ্চায়েত অফিসের জল।

    বাপি গুপ্তা জানান, কল রয়েছে এলাকায় জল নেই পঞ্চায়েত অফিসে থাকা সাবমাশলের একমাত্র ভরসা প্রায় এই কলের উপরে সকলের ভরসা দুই টাইমে জল ছাড়া হয়। শুধু খাবার জল নেওয়া হয়। রেশমা টুডু জানান, আমাদের বাড়িতে পশু রয়েছে বাড়িতে তাদের কি করে জলের ব্যবস্থা করবো। এখন বাকি আছে গরমে দিন গরু ছাগল কিভাবে রাখব পুকুরের জল খাওয়াছি সেটাও শুকতে শুরু করেছে। মারশাল রয়েছে দুই তিন জায়গায় কেন্দ্রপুকুর হাটে দুই দিকে কিন্তুু খারাপ জল নেই। পঞ্চায়েতে জানান হয় কিন্তুু কিছু লাভ হয়নি ওই একটাই ভরসা পঞ্চায়েত অফিসের জল তা আনার জন্য সকাল ভোর বেলা থেকে একটাই কাজ জল নেওয়ায় দারিয়ে থাকতে হয়। তা নাহলে বিকেল বেলায় এই দুই টাইম পার হলে জল পাওয়া যায়না। দাবী জানিয়েছেন সেই এলাকাবাসী গণ।