আবারও লক ডাউন বাড়ালেন তেলেঙ্গানা সরকার ২৯ মে পর্যন্ত

আবারও লক ডাউন বাড়ালেন তেলেঙ্গানা সরকার ২৯ মে পর্যন্ত

    নতুন গতি ওয়েব ডেস্ক: ২৯ মে পর্যন্ত চলবে তেলেঙ্গানায় লকডাউন। করোনভাইরাস প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে তেলেঙ্গানা লকডাউন অব্যাহত রাখবে।করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলা দেশব্যাপী লকডাউনকে নিজেদের রাজ্যে আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল বলে জানিয়েছে তেলেঙ্গানা সরকার।
    মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৭ ঘণ্টার মন্ত্রিসভার বৈঠক শেষে বলেছেন, “জনগণ চায় লকডাউন বাড়ানো হোক। আমি প্রধানমন্ত্রীকে আমাদের সিদ্ধান্তের বিষয়ে অবহিত করেছি।” দেশের নবতম এই রাজ্যে রেড জোনে ৬ জেলা, অরেঞ্জ জোনে ১৮ টি এবং গ্রিন জোনে ৯ টি জেলা রয়েছে। তিনটি জেলায় সংক্রমণের হার বেশি। তিনি জানান, জিএইচএমসি, রঙ্গা রেড্ডি এবং মেডচাল জেলার অবস্থা “উদ্বেগজনক”।
    চন্দ্রশেখর রাও বলেন, “কেন্দ্র বলছে যে রেড জোনে দোকানও খুলতে পারে, তবে আমরা হায়দরাবাদ, মেডচাল, সূর্য্যপেট, ভিকারাবাদে কোনও দোকান খুলছি না।”
    তেলেঙ্গানাতে এখনও পর্যন্ত করোনাভাইরাস সংক্রান্ত ১,০৯৬ টি ঘটনা রয়েছে- ৪৩৯ জন চিকিত্সাধীন এবং ৬২৮ জন সুস্থ হয়ে অব্যাহতি পেয়েছেন। দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র দ্বিতীয় দফায় বাড়ানোর আগেই এই রাজ্য লকডাউন বাড়িয়েছিল ৭ মে পর্যন্ত।
    এখন, একটি অভ্যন্তরীণ প্রতিবেদনে রাজ্যে ফের লকডাউন সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে, বিশেষত হায়দরাবাদের আশেপাশের তিনটি জেলা- রঙ্গা রেড্ডি, মেডচাল এবং ভিকারাবাদে- সরকারও এই সিদ্ধান্তই নিয়েছে।