ভারতে মদের দোকান খোলায় একদিনে করোনা আক্রান্ত সংখ্যা সব থেকে বেশি প্রায় ৪০০০

ভারতে মদের দোকান খোলায় একদিনে করোনা আক্রান্ত সংখ্যা সব থেকে বেশি প্রায় ৪০০০

    নতুন গতি ওয়েব ডেস্ক:
    মদের দোকান খোলার পরেই; ভারতে একদিনে আক্রান্ত প্রায় ৪০০০। দেশে করোনা আক্রান্তের সংখ্যা; বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত ২৪ ঘণ্টায়; দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯০০ জন। মোট আক্রান্ত ৪৬,৪৩৩। দেশজুড়ে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন; মোট ১৫৬৮ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৫ জনের। ভারতে ঝড়ের গতিতে বাড়ছে; করোনায় মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে; প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন; ৩ হাজার ৯০০ জন। মারা গেছেন ১৯৫ জন। সব মিলিয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা; ৪৬ হাজার ছাড়িয়েছে।
    মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে; গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৫ জনের। এর আগে একদিনে; এত মৃত্যু হয়নি দেশে। এর ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১৫৬৮। গত ২৪ ঘণ্টায় সারা দেশে; ৩৯০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এটাও একদিনে দেশে রেকর্ড। তার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা; বেড়ে দাঁড়িয়েছে ৪৬৪৩৩। এর আগে একদিনে এতজন আক্রান্তও হননি দেশে।
    তবে আক্রান্ত যেমন বাড়ছে; তেমনই দেশজুড়ে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এর মঙ্গলবার সকালের পরিসংখ্যান থেকে জানা গেছে; ভারতে এখন মোট করোনা আক্রান্ত ৪৬ হাজার ৪৩৩ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছেন; মোট ১ হাজার ৫৬৮ জনের। প্রায় ১২ হাজার ৭২৭ রোগী সুস্থ হয়েছেন।

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী; পশ্চিমবঙ্গে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ১২৫৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩৩ জনের। যদিও গতকাল নবান্নে রাজ্য সরকার দাবি করেছে; রাজ্যে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬১ জনের। বাকি ৭২ জন করোনা আক্রান্ত রোগী; কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন।
    করোনার সংক্রমণ ঠেকাতে দেশে; টানা লকডাউন চললেও; কোনভাবেই বাগে আনা যাচ্ছে না কোভিড-১৯। ক্রমেই ছড়িয়ে পড়ছে সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ২৫ মার্চ থেকে শুরু হয়েছে এই লকডাউন। তারপর থেকে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ান হল; এই লকডাউনের মেয়াদ। কিন্তু দেশে করোনা সংক্রমণ কমার কোনো লক্ষণই নেই; বরং প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।