টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির বহরমপুরে

সামিম হোসেন,বহরমপুর : করোনার দ্বিতীয় ঢেউ কেড়েছে অনেকের প্রাণ,আবার ওমিক্রমও আমাদের দিকে ধেয়ে আসছে।এই সময় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপকদের অনুপ্রেরণায় ও কলেজের ছাত্রদের উদ্যোগে বহরমপুরের টেক্সটাইল কলেজেই একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হয়।বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডক্টর অভিজিৎ বিশ্বাস,অধ্যাপক টোটন সরকার,অধ্যাপক চন্দন সিংহ রায় ও ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক অমিত দেবরাজ। এই শিবিরে মোট ১৩০ রক্তযোদ্ধা স্বেচ্ছায় রক্তদান করেন। করোনা পরিস্থিতির পরে থেকেই মুর্শিদাবাদের বিভিন্ন ব্লাডব্যাংক গুলিতে রক্তের আকাল চলছে। এই সন্ধিক্ষণে

    এই রক্তদান শিবির নিঃসন্দেহে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট মেটাতে সাহায্য করবে। ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক অমিত বলেন,কোভিডের মধ্যে ব্লাড দেওয়ার ব্যাপারটা হারিয়ে যাচ্ছে, এর ফলে ব্লাডের ক্রাইসিস দেখা যাচ্ছে। তাই তারা এই ব্লাডের ক্রাইসিস কিছুটাও যেনো কমে সেই জন্য তারা এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন।তিনি আরও বলেন এই রক্ত দানের মধ্যে দিয়ে তারা সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে একটা অনুপ্রেরণা জাগাতে চেয়েছেন যেনো তাদের দেখে এই রক্ত দানের মতো মহৎ কাজে আরও অনেকেই এগিয়ে আসে।তারা এই ১৩০ ব্যাগ রক্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ও কান্দি হসপিটালে প্রেরণ করেন।কলেজের এক চতুর্থ বর্ষের ছাত্র বলে, রক্তদান মানে জীবন দান। করোনা পরিস্থিতির পর থেকে সারা জেলা জুড়ে রক্তের আকাল চলছে সেই জন্যই তাদের এই কর্মসূচি।