লকডাউন পরিস্থিতেও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ালো “নতুন আলো” স্বেচ্ছাসেবী সংস্থা

লকডাউন পরিস্থিতেও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ালো “নতুন আলো” স্বেচ্ছাসেবী সংস্থা

    মোহাঃ কামরুজ্জামান, কালিয়াচক, মালদা:- যারা দিন আনে দিন খায়। লকডাউনের ফলে তাদের দিনমজুরির কাজ বন্ধ। যার ফলে দিনে দু’বেলা দু’ মুঠো খাবার পরিবর্তে একমুঠো খাবারও ঠিকমতো জুটছেনা যাদের ভাগ্যে। তাদের ভাগ্যের রেখা কিছুটা হলেও পাল্টে দিয়েছে কালিয়াচকের এক স্বেচ্ছাসেবী সংগঠন “নতুন আলো।”

    দেশে লকডাউনের ঘোষণা শুনতেই মাঠে নামে পড়েছেন “নতুন আলোর” সকল সদস্য। যারা নেহাত গরীব, যারা বাড়িতে বউ বাচ্চা রেখে এক মুঠো খাবার সন্ধানে বিদেশে পাড়ি দিয়েছিল, এবং তারা সেখানেই আটকে রয়েছে, তাদের পরিবার না খেয়ে দিন কাটাচ্ছেন সেই সকল পরিবারের পাশে দাঁড়িয়েছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁরা সেই পরিবারের জন্য কয়েকদিনের খাবার পৌছিয়ে দিচ্ছেন। তারা তাদের হাতে তুলে দিচ্ছেন নিত্যদিনের বিশেষ প্রয়োজনীয় সামগ্রী যেমন, চাল, ডাল, আলু, তেল ইত্যাদি।

    সংগঠনের ফাউন্ডার আলমগীর খাঁন জানান, যে “অসহায় মানুষরা সরকারি সাহায্য পাচ্ছে না তাই আমরা সেই সব দুঃস্থ মানুষ এবং যারা রাজ্যের বাইরে আছে সেই শ্রমিকদের বাড়িতে খাবার পৌছিয়ে দিচ্ছি। জানি লকডাউনের সময় কাজটা অতটা সহজ নয়। তবুও আমরা সোশ্যাল সাইটে সাহায্যের আবেদন জানিয়ে কিছু টাকা সংগ্রহ করে মালদা জেলার বিভিন্ন জায়গায় খাবার সামগ্রী পৌঁছিয়ে দিচ্ছি। যেমত, সাহাপুর, মানিকচক, কালিয়াচক থানার জালালপুর, সুজাপুর, যদুপুর, গোলাপগঞ্জ এবং এলাকার আরো বিভিন্ন জায়গায়।”

    তিনি আরও বলেন যে, “আমাদের এলাকায় আমরা আমাদের সাধ্যমত কাজ করে চলেছি। আর শুধু আমাদের সংগঠনই এই কাজ করছে তা নয়। দেশের বিভিন্ন জায়গায় কিছু মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনও এরকম কাজ করছেন তাদেরকে জানাই কুর্নিশ। তবে আমাদের সরকারও যেন খুব তাড়াতাড়ি এর কোনো পজিটিভ ব্যবস্থা নেই এটাই আমার অনুরোধ।”