|
---|
সেখ রিয়াজউদ্দিন, নতুন গতি, বীরভূম: আজ১৬ ই নভেম্বর বীরভূম জেলার খয়রাশোল চক্রের প্রাথমিক, নিন্ম বুনিয়াদি ও শিশু শিক্ষা সমূহের ৪৮ তম বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় লোকপুর উচ্চ বিদ্যালয়ের খন্নি গ্রামে খেলার মাঠে। দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, দৌড় সহ ২৮টি ইভেন্টে মোট ১৪০ জন পড়ুয়া এবং ২০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বলে এক সাক্ষাৎকারে জানান খয়রাশোল চক্রের ক্রীড়া সম্পাদক, শিক্ষক সিদ্ধার্থ দত্ত।এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন,তৃণমূল কংগ্রেস শিক্ষা সেলের ব্লক সভাপতি শিক্ষক প্রদীপ মন্ডল, বিশিষ্ট সমাজসেবী অরুন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি শিক্ষক সেখ জুলফিকার আলী, শিক্ষক শংকর মিত্র প্রমুখ। উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিবর্গদের মধ্য দিয়ে প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের হাতে পুরস্কার তুলে দেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন লোকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জটিলেশ্বর দাস ও রঞ্জিত পাল এবং স্বেচ্ছাসেবক হিসেবে স্থানীয় যুবক সুমন দত্ত সহ অন্যান্য সঙ্গীরা। পুরস্কার হিসেবে কাঁসার থালা ও ট্রফি তুলে দেওয়া হয়।