|
---|
নিজস্ব সংবাদদাতা : বেঙ্গলি একাডেমিয়া ফর সোশ্যাল এমপাওয়ারমেন্ট এবং ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, আলিয়া ইউনিভার্সিটির উদ্যোগে খাস কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে দুই দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স । আলিয়া বিশ্ববিদ্যালয় ,পার্ক সার্কাস ক্যাম্পাসে আগামী ১৬-১৭ নভেম্বর এই অভূতপূর্ব কনফারেন্স হতে চলেছে বলে জানান আয়োজকরা ।
বাঙালি মুসলিমদের সামাজিক সমস্যা, রাজনৌতিক ভাবে পিছিয়ে পড়া এবং সংস্কৃতিক প্রতিফলন প্রভৃতি এই সব দিকগুলিকে একটু ভিন্ন ভিন্ন ভাবে দেখতে এবং একাডেমিক বিশ্লেষণ করতে সাহায্য করবে এই কনফারেন্স বলে দাবি করেছেন আয়োজকদের একাংশ । বেস নামক অরাজনৈতিক সংগঠন সবে মাত্র এক বছর বয়স । সমাজের তথা জাতির কল্যাণের জন্য ইতিমধ্যেই জেলাস্তরে পৌছে গেছে এই সংগঠন । ওবিসী সংরক্ষণ , এন আর সি নথি ঠিক করা ইত্যাদি বিষয় নিয়ে ব্যাপক কাজ করতে দেখা গেছে জেলায় জেলায় ।
স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে বাঙালি মুসলিমদের নিয়ে এরকম একাডেমিক ও বৌদ্ধিক আলোচনা দেখা যায়নি বলে দাবি একাংশের ।
এই আয়োজনে রাজ্য ও দেশের প্রায় পঞ্চাশের অধিক অধ্যাপক,গবেষক/,আক্টিভিস্ট,বিশিষ্টজন তাঁদের পেপার পড়বেন ও অভিজ্ঞতা জানাবেন বলে জানা গেছে ।
এই কনফারেন্স এর প্রধান বক্তা হিসেবে আজ কলকাতা শহরে উপস্থিত হয়েছেন পোস্ট সাচ্চার কমিটি তথা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের
অধ্যাপক অমিতাভ কুন্ডু মহাশয় ।
স্বাধীনতার পর বাঙালি মুসলিমদের ইতিহাসে এই কনফারেন্স উল্লেখযোগ্য প্রথম কনফারেন্স হিসাবে গণ্য হবে বলে জানান বেস সংগঠন তরফে ।