|
---|
নিজস্ব সংবাদদাতা : কলকাতা পুরসভায় প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। মেডিক্যাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। এই বিষয়ে আগ্রহী চাকরিপ্রার্থীদের অবিলম্বে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।এই পদে চাকরিপার্থীদের জন্য আবেদনের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর রাখা রয়েছে। সেই ক্ষেত্রে দেরি করলে হারাতে পারেন এই সুযোগ। এই মেডিক্যাল অফিসার পদে মোট ৬৭ জনকে নেওয়া হবে। মনে রাখবেন, এই পুরো প্রক্রিয়াটাই হবে কেবল সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। অবশ্যই মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে স্বীকৃত হতে হবে ডিগ্রি। আবেদনকারীদের ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে। সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ করাটা বাধ্যতামূলক।কলকাতা পুরসভার মেডিক্যাল অফিসার পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়সসীমা ৬২ বছরের মধ্যে হতে হবে | এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট দেখে নিতে হবে।প্রার্থীকে উপরোক্ত আবেদনের জন্য কোনও ধরনের আবেদনমূল্য দিতে হবে না | তবে মনে রাখবেন, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই ভারতীয় হতে হবে।একবার আবেদনপত্র যাচাইয়ের পর চাকরিপ্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগপত্র দেওয়া হবে।এ ছাড়াও রাজ্যে এই বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা চাইলে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।এই পদগুলিতে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। গত ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর রাখা হয়েছে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল সাইট দেখে নিতে হবে।প্রফেসর পদের জন্য প্রার্থীদের পিএইচডি থাকতে হবে।সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকা বাধ্যতামূলক।পিয়ার-রিভিউ বা UGC তালিকাভুক্ত জার্নালে ন্যূনতম ১০টি গবেষণা প্রকাশনা ও মোট গবেষণা স্কোর ১২০ থাকতে হবে প্রার্থীর।