|
---|
বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ালো বকুলতলা থানার বাইশহাটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা দেখতে পান, এক বাইক আরোহীর নিথর দেহ রাস্তার পাশে পড়ে আছে, রাস্তার পাশে তারই মোটর সাইকেল। স্থানীয় বাসিন্দারা খবর দেয় বকুলতলা থানায়। খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে আসেন বকুলতলা থানার পুলিশ। দেহটি থানায় নিয়ে আসে তারা। মৃতের ছবি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখা মেলায় পরিবারের সদস্যরা ছবি দেখে তড়িঘড়ি বকুলতলা থানায় যোগাযোগ করে। পুলিশের প্রাথমিক অনুমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বছর চৌত্রিশের গৌরাঙ্গ বৈদ্যের,কুলতলীর মধুসূদনপুরের বাসিন্দা। পরিবারের দাবি গৌরাঙ্গ কে খুন করা হয়েছে। তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ ।