পূজার আগেই রিলিজ হবে নৃত্যনীড়ের আগমনী নৃত্য ভিডিও

 

    নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: পূজার আগেই নতুন “আগমনী নৃত্য” ভিডিও উপহার দিতে চলছে মেদিনীপুরের অন্যতম নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান “নৃত্যনীড়”। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফরের তিনদিন আগে বিশেষ অনুমতি নিয়ে নিরাপত্তার ঘেরাটোপে থাকা ঝাড়গ্রাম রাজবাড়িতে ইতিমধ্যেই শুটিং-এর কাজ শেষ হয়ে গেছে। রাজপরিবারের অনুমতিতে রাজবাড়ির সীমানার বিভিন্ন জায়গায় ক্যামেরাবন্দি করা হয়েছে নাচের দৃশ্য।

    আগমনী নৃত্য করেছেন নৃত্যনীড়ের দুই ছাত্রী শম্পা ও শর্মী । গোটা নৃত্যে কোরিওগ্রাফি করেছেন রিমা কর্মকার। স্টোরি লাইনে রয়েছেন নিসর্গ নির্যাস। নৃত্য ভিডিওতে সহযোগিতা করেছেন মা সাবিত্রী মৃৎ শিল্পালয়। ক্যামেরায় রয়েছেন দেবু ও সুনীল বিশ্বাস।