দুর্নীতি মুক্ত বিহার গড়তে তৃতীয় মহাজোটের আত্মপ্রকাশ

নতুন গতি ওয়েব ডেস্ক : কিছুদিন পরেই বিহারে বিধানসভা নির্বাচনে, শুরু হয়ে গেছে রাজনৈতিক দল গুলির অবস্থার পরিবর্তন। UPA ও NDA এই দুটি জোট আগে থেকেই তৈরি আছে আজকে তৃতীয় জোটের আত্মপ্রকাশ ঘটলো।

     

    আজকে বিহারের পাটনায় জোটের পক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আজকের এই এই অনুষ্ঠানের মাধ্যমে বিহারে বিধানসভা নির্বাচনের একটি বড় ভূমিকা নিয়ে তৃতীয় জোট তৈরি হলো PDA ( progressive democratic alliance) ।

     

    নির্বাচন কমিশন তিন দফায় ভোট ঘোষণা করেছে ও আগামী ১০ ই নভেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা হবে । বিভিন্ন দল নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে । বিহার নির্বাচনে UPA ও NDA জোটের পর তৃতীয় মহাজোটের আত্মপ্রকাশ হলো PDA ।

     

    বিহার পরিবর্তনের ডাক দিয়ে আজ বিহারের পাটনায় তৃতীয় মহাজোটে শামিল কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জন অধিকার পার্টির জাতীয় সভাপতি সাংসদ পাপ্পু যাদব , এসডিপিআই এর জাতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শাফি ,জাতীয় সম্পাদক ডক্টর তাসলিম রহমানি ,জাতীয় সহসভাপতি এডভোকেট শরফুদ্দিন আহম্মেদ ,আজাদ_সমাজ_পার্টির জাতীয় সভাপতি চন্দ্র শেখর আজাদ , বহুজন মুক্তি পার্টির জাতীয় সভাপতি ভিএল মাতাঙ্গ সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব ।

     

    উল্লেখ যে কয়েকমাস আগে CAA NRC NPR বিরোধী এক ঐতিহাসিক সম্মেলনের আয়োজন করে SDPI, সেই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন – আজাদ_সমাজ_পার্টির জাতীয় সভাপতি চন্দ্র শেখর আজাদ। চন্দ্র শেখর আজাদ সেই দিনের সম্মেলনেয় ঘোষণা করে ছিলেন যে এতদিন শুধু SDPI একাই লরাই করেছে কিন্তু এবার থেকে চন্দ্র শেখর আজাদ পাশে থাকবে, পাশে থাকবে সমস্ত দলিত আদিবাসী। সেদিনের দেওয়া প্রতিশ্রুতি আজকে বাস্তবায়ন করলেন চন্দ্র শেখর আজাদ। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিহারে বিধানসভা নির্বাচনে এই তৃতীয় মহাজোট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।