সময়ের তালে হারিয়ে যেতে বসেছে শালপাতার থালা

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : একসময় রমরমিয়ে ব্যবসা চলত শালপাতার থালার, বিয়ে বাড়ি কিম্বা শ্রাদ্ধ-অন্নপ্রাশন থেকে শুরু করে বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো শালপাতার থালা। বর্তমানে আধুনিকতার সাথে সাথে হারাতে বসেছে আদিবাসী সম্প্রদায়ের হাতের ছোঁয়ায় তৈরি শালপাতার থালা। হাজার হাজার মানুষ জীবন জীবিকার সন্ধানে কাঁচা শালপাতা তুলে এনে তা সেলাই করে কিম্বা কাঠি দিয়ে তৈরি করতো থালা। আর সেই থালার কদর ছিল অনুষ্ঠান বাড়িতে অপরিসীম। আধুনিকরণের সাথে সাথে মেশিনে তৈরি কাগজের কিম্বা থার্মোকলের থালা চলন হলেও পুরানো ঐতিহ্য বিলুপ্তের পথে শালপাতার থালা। এই থালায় খাবার খেলেও থাকতোনা অসুখের বালাই কিন্তু বর্তমানে আধুনিক পাতায় খাওয়ার ফলে বেড়েই চলছে অসুখ। শালপাতার থালা পরিবেশ বান্ধব হলেও আধুনিকের ছোঁয়ায় থার্মোকলের এখন ব্যাপক চাহিদার সাথে সাথে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধনে করছেএই থালা। সৌখিনতা কে সামনে রেখে কাগজ কিংবা থার্মোকল থালা ব্যবহার করা হচ্ছে। কিন্তু পুরানো ঐতিহ্য কে আমরা আর টিকিয়ে রাখতে পারছিনা। যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল এই শালপাতার থালা তৈরি করায়। বিশেষত আদিবাসী সম্প্রদায় বাঁকুড়া বীরভূম পুরুলিয়া বাসী দের জীবন জীবিকার তাগিদ এই শালপাতার থালা তৈরি। এই পেশায় তারা সুখে জীবন ধারন করতো। সেই সমস্ত পরিবার এখন সংকটে সরকার তাদের সহযোগিতা করুক এমনি দাবি জানায়।