বোতাম দিয়ে প্রতিমা গড়ে নজর কেড়েছেন জয়নগরের যুবক সুকুমার মণ্ডল

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : জয়নগর বিধানসভার ময়দা অঞ্চলের বটতলা গ্রামের বছর চৌত্রিশের যুবক সুকুমার মন্ডল ও তার দুই সাগরেদকে নিয়ে লক্ষাধিক বিভিন্ন সাইজের নানান ধরনের বোতাম দিয়ে গড়ে তুলেছে কালী মায়ের আবক্ষ মূর্তি। জয়নগরের মায়া হাউরি অঞ্চলের “মা কালী সংঘের” ৪৩ তম বর্ষের চমক রঙিন বোতামের মা কালীর প্রতিমা। দুইজন সঙ্গীকে নিয়ে এক মাসের অধিক সময় ধরে এই প্রতিমা টি তিনি গড়ছেন। আর এই মুহূর্তে শিল্পীর শিল্পকলা দেখতে যথারীতি ভিড় জমিয়েছেন পাড়া প্রতিবেশী, আত্মীয়-স্বজন থেকে বন্ধু-বান্ধবেরা। হাতেগোনা মাত্র আর কয়েকটা দিন,তারপর অমবর্ষার পুন্য তিথিতে শুরু হবে কালী মায়ের পূজা। চরম ব্যস্ততায় প্রতিমা শিল্পী সুকুমার ।মূর্তি গড়ার সাথে সাথে অভিনয় জগতে পা রেখেছেন তিনিও। মাধ্যমিকের গণ্ডি পার হওয়ার পর অর্থের অভাবে আর পড়াশোনা চালাতে পারেনি। বর্তমানে টলিউড জগতের সদস্য অভিনয়ের পাশাপাশি জয়নগর জীবন মণ্ডলের হাটে ছোট্ট একটি মুদির দোকান আছে,আর তাতে যে রোজগার হয় তা দিয়ে কোন ক্রমেই সংসার চলে। ছোটবেলা থেকে আর্টস শিল্পের প্রতি তার বরাবরি আগ্রহ। রংবাহারি শিল্পকলার মাধ্যমে তিনি এলাকায় পরিচিত মূখ। বিভিন্ন ক্লাব সংগঠনের প্রতিমা বানিয়ে থাকেন,তবে তার মধ্যে উল্লেখ যোগ্য বীজ ধানের প্রতিমা সহ কাঁচের চুড়ির প্রতিমা উল্লেখযোগ্য। এই সমস্ত প্রতিমা গড়ে মূলত এতেই তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। গত লকডাউনে অর্থের অভাবে প্রতিমা বানাতে না পারলেও লগডাউনে কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম দিয়ে তাদের কে সুন্দরবন এলাকার কাজ হারানো পরিবারের সহযোগিতা করেছেন । ইয়াস নামক প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। এবছর স্থানীয় ক্লাব বকুলতলা থানার অধীনস্থ মা কালীর সংঘের জন্য সম্পূর্ণভাবে মা কালী প্রতিমা গড়তে পেরেছেন । আগামী দিনে এমনিভাবে মানুষের আশীর্বাদ থাকলে আরো ভালো কিছু করে দেখাবেন এমনি আশাবাদী সুকুমার মণ্ডল।