রুপালি শস্য পেয়ে খুশির দেখা মিলল মৎস্যজীবীদের মুখে

নামখানা:নুরউদ্দিন:মৎস্যজীবীদের নদীতে যাওয়ার নিষেধাজ্ঞা কাটিয়ে গত জুন মাস থেকে শুরু হয়েছে গভীর সমুদ্রে ট্রলারের যাতায়াত। বৃষ্টি কম থাকার কারণে শুরুতে সেভাবে রূপালী শস্য দেখা না মিললেও এক মাস কাটিয়ে এবার মৎস্যজীবীরা লাভেরএর মুখ দেখতে পেলেন। এতদিন যে রূপলি শস্য পাওয়া যাচ্ছিল অনেকটাই ছোট এবং দামও অনেকটাই বেশির ফলে মার্কেটে এই মাছ বিক্রিতেও অসুবিধায় পড়েছে বহু মৎস্যজীবী। তবে এতদিন রুপালী শস্য ঠিক ভাবে না পেলেও আজ দক্ষিণ ২৪ পরগনার নামখানার ঘাটে দেখা গেল রুপোলি শস্য, খুশি মৎস্যজীবীরা।

    মাছের ওজন প্রায় ৭০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম এবং এর মূল্য ভালো পাওয়া যাবে বলে আশা করছেন মৎজীবীরা। মৎস্যজীবীরা আশাবাদী আরো বর্ষা নামলে তবেই পর্যাপ্ত পরিমাণে রূপালী শস্য পাবেন তারা।

     

    নামখানা থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি!