|
---|
নিজস্ব প্রতিবেদক:- উড়ে গেছে টালির চাল। ঘরে থাকা খাট-আলমারি-সহ অন্যান্য সামগ্রী সবই পুড়ে গেছে। কার্যত গোটা বাড়িটাই ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। ক্ষতি হয়েছে আশপাশের আরও দু’টি বাড়িতেও। উত্তর ২৪ পরগনার ( North 24 Pargana) দেগঙ্গায় বিস্ফোরণ। উড়ে যায় বাড়ির চাল। বিস্ফোরণের ঘটনায় ৩ জন জখম হয়েছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ফুচকা তৈরির সময় গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটেই এই ভয়াবহ বিস্ফোরণ হয়েছে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার ঝিকরা বাসাবাটি এলাকায়। এই ঘটনায়, কয়েকজন জখম হয়েছেন! আহতদের দাবি, ফুচকা ভাজার সময়, কোনওভাবে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। তার থেকেই বিস্ফোরণ হয়। ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্য মহম্মদ হাফিজুল ইসলাম জানান, তিনি ফুচকা ভাজছিলেন। তখন গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। তারপর বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দেগঙ্গার বিডিও ও তৃণমূল পরিচালিত দেগঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। দেগঙ্গা থানার পুলিশ সূত্রে দাবি, ফুচকা ভাজার সময় গ্যাসের পাইপে আগুন ধরে যায়। তার থেকে পর পর দুটো সিলিন্ডার বিস্ফোরণ হয়। পালাতে গিয়ে তিন জন আহত হয়েছেন।গত ২৬ এপ্রিল, খড়দার পিকে বিশ্বাস রোডে বিস্ফোরণে ভেঙে পড়ে পুরনো দোতলার বাড়ির একাংশ। সেদিন বিকেল চারটে নাগাদ আচমকা বিকট শব্দ শুনতে পান প্রতিবেশীরা। ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন চাপা পড়েন। আশঙ্কাজনক অবস্থায় মিঠু সাউ নামে পরিবারের এক সদস্যকে ভর্তি করা হয় বেলঘরিয়ার একটি নার্সিংহোমে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের জেরে বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক বিশেষজ্ঞরা।