|
---|
নিজস্ব প্রতিবেদক:- মাধ্যমিক পরীক্ষা দেওয়া এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। বাঁকুড়ার রাইপুর থানার মটগোদা এলাকার ঘটনা। গ্রাম থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়। বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে মেয়ের উপর অত্যাচার করে খুন করা হয়েছে, অভিযোগ পরিবারের। প্রেমিককে গ্রেফতার করেছে পুলিস। ময়নাতদন্তে মৃতদেহে প্রাথমিকভাবে কোনও ক্ষত না মিললেও, ঘটনার তদন্তে নেমেছে রাইপুর থানার পুলিস।বাঁকুড়ার মটগোদা হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দেয় ওই ছাত্রী। পরিবার সূত্রের খবর, প্রতিদিন রাতে বাড়ির পাশেই মাসির বাড়িতে ঘুমোতে যায় সে। শনিবার রাতে খাওয়া দাওয়া করে মাসির বাড়িতে ঘুমোতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই ছাত্রী। কিন্তু মাসির বাড়িতে না পৌঁছনোয় শুরু হয় খোঁজাখুঁজি। বিভিন্ন আত্মীয় বাড়িতে খোঁজ করে তার পরিবার। রাতে মঙ্গলা একটি অচেনা নম্বর থেকে বাড়িতে ফোন করে জানায়, সে তার প্রেমিককে বিয়ে করে নিজের মামার বাড়ি যাচ্ছে। আবার কিছুক্ষণ পরে ফোন আসে ওই কিশোরীর। পরিবারকে জানায়, সে এক অচেনা নির্জন জায়গায় এসে পড়েছে। তারপর আর যোগাযোগ করা যায়নি ওই নম্বরে।রবিবার বহু খোঁজাখুঁজির পর রাইপুর থানার পুলিশ মটগোদা গ্রাম থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর দেহ উদ্ধার করে। পুলিস জানায়, প্রাথমিকভাবে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মেয়ের উপর নির্যাতন করে তাঁকে খুন করা হয়েছে। ওই প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃত ছাত্রীর পরিবার। অভিযোগ পেয়ে পুলিস গ্রেফতার করেছে অভিযুক্ত প্রেমিককে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।