|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃমাধ্যমিক পরীক্ষা-২০২০
রাজ্য মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করল পূর্ব বর্ধমানের কাটোয়ার মাষ্টার পাড়ার ছেলের অভীক দাস। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। কাটোয়া কাশীরাম দাস বিদ্যায়ত এর ছাত্র অভীক দাস।বাবা প্রথমিক শিক্ষক শিবানন্দ দাস,মা মানসী দাস। ছোটবেলা থেকেই বাবা মায়ের কাছে শিক্ষার পাঠ নেওয়া শুরু।অভীক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন এই সাফল্যের পেছনে তার বাবা অবদান সবথেকে বেশি।তাছাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রাইভেট টিউটরদের কথাও তার গলাতে শোনা যায়।
অভিক জানাই নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করে নেই তখন সময় পেয়েছে তখন পড়ছে।অভীক পড়াশোনা ছাড়া গান ভালোবাসে।ভবিষ্যতে ডাক্তার হতে চায়।একে একে কাটোয়ার বিধায়ক তথা পৌরপ্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,বিদ্যালয়ের শিক্ষকরা এসে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানিয়ে যান। অনেকেই সংবর্ধনা জানানোর জন্য হাতে করে ফুলের তোড়া, মিষ্টি,উপহার নিয়ে আসে অভীকের জন্য।অভিকের পরিবার জানতো ২ থেকে ১০ এর মধ্যে ফল করবে তাদের ছেলে, কিন্তু দ্বিতীয় হয়ে চমকে দেবে তা তারা কল্পনাও করতে পারেনি।এই সাফল্যের জন্য আমাদের নিউজ চ্যানেলের পক্ষ থেকে অভিকের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা।