হাওড়ার প্লাস্টিক কারখানার ভয়াবহ আগুন পুড়ে ছাই সর্বস্ব

নিজস্ব সংবাদদাতা : হাওড়ার প্লাস্টিক কারখানার ভয়াবহ আগুন পুড়ে ছাই সর্বস্ব। ঘটনাস্থলে  আসে দমকলের ২টি ইঞ্জিন। তবে সেই সময় বৃষ্টি শুরু হওয়ায় দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার বড় অংশ পুড়ে ছাই হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে দাবি। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। কাপড়ের গুদামে ভয়াবহ আগুন: গত ১৬ এপ্রিল পোস্তায় (Posta) কাপড়ের গুদামে ভয়াবহ আগুন লাগে, নিয়ন্ত্রণে আসে এক ঘণ্টার চেষ্টায়। রাতের শহরে এ বার জোড়া আগুন । এদিন রাত ১২টা নাগাদ প্রথমে পোস্তার শুকলাল জহুরি রোডে একটি কাপড়ের গুদামে আগুন লাগার খবর সামনে আসে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন । প্রায় একঘণ্টার চেষ্টায় সেখানে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । চার তলা বাড়ির নিচের গুদামটিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান দমকলবাহিনীর ।1

     

    মহর্ষি দেবেন্দ্র রোডে চটের গুদামে আগুন, কারণ অধরা: অন্য দিকে, গতকাল রাত ১টা নাগাদ মহর্ষি দেবেন্দ্র রোডে একটি চটের গুদামে ধোঁয়া আর আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগকে । দমকলের ৩টি ইঞ্জিন সেখানে আসে । তার পর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় । আগুন লাগার কারণ জানা যায়নি ।