শিকারিদের অভিসন্ধি ছিল সম্বর হরিণ হত্যা করে মাংস খাবে কিন্তু শিকারিদের অভিসন্ধি ব্যর্থ করে দিল মালবাজার মহাকুমার গরুমারা রেঞ্জের বনদপ্তর

নিজস্ব সংবাদদাতা : শিকারিদের অভিসন্ধি ছিল সম্বর হরিণ হত্যা করে রান্না করে মাংস খাবে। কিন্তু শিকারিদের অভিসন্ধি ব্যর্থ করে দিল মালবাজার মহাকুমার গরুমারা রেঞ্জের বনদপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে মালবাজার মহাকুমা এলাকার একটি বাড়িতে হানা দেয় সংশ্লিষ্ট বনদপ্তর এর কর্মীরা। হাতেনাতে পাকড়াও করে দুইজন ব্যক্তিকে আটক করা হয়েছে মোট ১১ কেজি মাংস। বিরল প্রজাতির জীবের মধ্যে সম্বর হরিণ অন্যতম। বনদপ্তর এর নাকের ডগা দিয়ে কিভাবে এই বেআইনি কাজ করার চেষ্টা করলো শিকারিরা, যথেষ্ট চিন্তার বিষয়।

    আটক করা দুই ব্যক্তি কে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা প্রসঙ্গে গরুমারা বন দপ্তর থেকে জানানো হয়েছে, বুধবার বেলার দিকে সংশ্লিষ্ট বনদপ্তর এর কাছে খবর আসে মালবাজার মহকুমায় একটি বাড়িতে নিষিদ্ধ সম্বর হরিণের মাংস রান্না করা হচ্ছে। এরপর সেই বাড়িতে বনদপ্তর এর কর্মীরা হানা দেয়। তারা দেখতে পান সম্বর হরিণের মাংস রান্না করা হচ্ছে। সেখান থেকে কাঁচা এবং রান্না করা মোট ১১ কেজি মাংস উদ্ধার করা হয়। এই ঘটনার পিছনে আরো যুক্ত আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।