|
---|
নিজস্ব সংবাদদাতা : কামারহাটির বিধায়ক মদন মিত্রের গলায় অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন মদন মিত্র বর্তমানে সম্পূর্ণ বিপদমুক্ত। আগামীকাল অর্থাৎ শুক্রবার সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। আগামী দশ দিন চিকিৎসকরা মদন মিত্র কে কথা বলতে বারণ করেছেন।
প্রসঙ্গত মদন মিত্র মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার সময় নিজেই নিজের অসুস্থতার কথা জানান। এরপরে চিকিৎসকরা জানিয়েছিলেন বেস্পতিবার সকালে তাঁর অপারেশন হবে। সেই মত এদিন সকালে মদন মিত্রের গলায় অস্ত্রোপচার হয়।