|
---|
নিজস্ব প্রতিনিধি, নতুন গতি, নদীয়া : খালের জলে ডুবে মৃত্যু হল তিন বালিকার। নাম সোহানা খাতুন (১১), সাহিনা খাতুন (৯) ও সানজিদা খাতুন (৯) ঘটনাটি ঘটেছে নদীয়া করিমপুর এর থানারপাড়া থানা মুক্তার পুরের ঘটনা স্থানীয় সূত্রে জানা গেছে জলঙ্গী নদীর পাশেই খাল বর্ষার জলে ভরে গেছে হঠাৎই তারা খেলা করছিল হাঁটুর জলে পা হড়কে কে বেশি জলে বেশি জলে তলিয়ে যায়। তাদেরকে ধরার চেষ্টা করতে গেলে আর এক জন তলিয়ে যায়। এরপর তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন তারপর তাদের খাল থেকে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজনতাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। করিমপুরের প্রাক্তন বিধায়ক বর্তমান কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র মৃত তিন পরিবারের সঙ্গে দেখা করেন। গোটা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে।