|
---|
নিজস্ব সংবাদদাতা : নদিয়ার মায়াপুরে দুই মায়াপুর ইসকন মন্দিরের ভক্তের মৃতদেহ নদীর পাড় থেকে উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে মায়াপুর ফাঁড়ির পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে জলে ডুবে মৃত্যু হয়েছে দুজনের। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে বুধবার বিকেলে নৌকা বিহারে বের হয়েছিলেন 21 বছর বয়সী বিশ্বরূপ দাস, 35 বছর বয়সী লীলাবতী দাস বিদেশিনী। সম্ভবত নৌকা থেকে একজন জলে পড়ে যান, তাকে বাঁচাতে গিয়ে অপরজন নৌকা থেকে নিচে ঝাঁপ দেন। দুই জনই জলে তলিয়ে যায় , প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে।