|
---|
নিশির কুমার হাজরা, শান্তিনিকেতন: আজ সকালে স্বরুপ গড়ায়ের মৃত্যু দেহ ছাড়তে টানবাহাল করে বোলপুরের সিয়ান হসপিটাল সুপার, তারই পরিপ্রেক্ষিতে বোলপুরে পথে বসে সিয়ান হসপিটালের সামনে বিক্ষোভ দেখান জেলা বিজেপির কর্মী সর্মথকরা বলে জানা গেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে যে খুন হয়ে যাওয়া মৃত স্বামীর দেহ তার পরিবার নিতে অস্বীকার করেন নি। তথাপি নানুর থানার ওসি পরিবারের বিনা অনুমতিতে স্বামীর দেহ নিয়ে মিথ্যে ঝামেলা বাড়ানোর চেষ্টা করছেন। পরিবারের পক্ষ থেকে মৃতের স্ত্রী চাইনা গঁড়াই সংবাদ মাধ্যমকে জানান, স্বামীর দেহ নাপেলে আইনি পথে যেতে বাধ্য হবো।
অন্যদিকে জেলা বিজেপি নেতৃত্বের দাবি মৃত্যুর ঘটনা ময়না তদন্তের পর পুলিশ মৃত দেহ তার পরিবারের হাতে তুলে দিক। নাহলে আমরাও বৃহত্তর আন্দোলনের পথে যাব।