পশ্চিমবঙ্গের তিন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী মুহূর্ত

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : পশ্চিম বঙ্গের তিন বিধানসভা নির্বাচনের ভোট গণনা ছিল, আর তাতে তৃণমূল কংগ্রেস তিনটিতে জয়লাভ করে । গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা প্রাক্তন সংক্ষালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াস উদ্দিন মোল্লা ও টিম তৃণমূল কংগ্রেসের আফতাব উদ্দিন সরদার সভিপতি মাধব মন্ডল,আতিয়ার রহমান সরদার, প্রধান দীপক দা উপপ্রধান তুলা গায়েন সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোভিদ বিধি মেনে বিজয়ে মাতলেন। সত্যি চোখে পড়ার মতো দলের প্রতি কর্মীদের নজরকাড়া ভালোবাসার চিত্র । ভবানীপুর বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পাটির প্রিয়ঙ্কা কে ৫৮ হাজার ৮৩৫ ভোটে পরাজিত- ব্যবধান দ্বিগুণ করার উজ্জীবিত তৃণমূল কর্মীরা। অপর দিকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভায় তৃণমুল কংগ্রেস পার্থী জয়ী ২৬ হাজার ১১২ ভোটে মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনে তৃণমুল কংগ্রেস পার্থী জয়ী’৯২ হাজার ৬১৩ ভোটে এ জয় মানুষের ভালোবাসার জয় এমনি জানালেন নেত্রী।