|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: সোমবার সকালে মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে অবস্থিত গান্ধী মূর্তি সাফাই কর্মসূচি অনুষ্ঠিত হলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। শনিবার গান্ধী জয়ন্তীর দিনে মেদিনীপুর শহরের গান্ধী মোড়ে অবস্থিত মহাত্মা গান্ধীর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে। গান্ধীর মূর্তিতে দুদিন থাকা অনেক মালা ও ফুল শুকিয়ে যাওয়ার ফলে মূর্তিটির সৌন্দর্য নষ্ট হচ্ছিল। সোমবার সকালে কুইজ কেন্দ্রের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এই মালাগুলো পরিস্কার করা হলো।
উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের সদস্য শিক্ষক মণিকাঞ্চন রায়, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষিকা সুতপা বসু, শিক্ষক স্নেহাশিস চৌধুরী প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন কুইজ কেন্দ্রের শুভানুধ্যায়ী শিক্ষক হিমাংশু দত্ত।