|
---|
বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: শেরপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মগরাহাট পশ্চিম বিধান সভার অন্তর্গত মগরাহাট ১নম্বর ব্লকে উস্থি থানার নতুন বড় বাবু বৈদ্যনাথ দাস কে ফুলেরতরা দিয়ে শুভেচ্ছা জানানো হল এদিন।উপস্থিত ছিলেন এহসান আলি মন্ডল শেরপুর অঞ্চল সহ সভাপতি যুব তৃণমূল কংগ্রেস, আবু তারিফ মন্ডল অঞ্চল সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ,তানবীর হোসেন মন্ডল সহ সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ,জায়েদউদ্দিন মন্ডল সভাপতি সোশ্যাল মিডিয়া সেল,আব্দুস সালাম মন্ডল যুব সভাপতি 37 নম্বর বুথ। উপস্তৃতি নেতৃত্ব বৃন্দদের পক্ষ থেকে জানা যায় উস্থি থানার নতুন বড় বাবু বৈদ্যনাথ দাস কে শুভেচ্ছা জানিয়ে খুব ভালো লাগলো এবং এই থানার অন্তর্গত সাধারণ মানুষের মধ্যে সুষ্ঠ ভাবে যেনো সকলের সঙ্গে মিলে মিশে কাজ করেন সেই কথা ও বলে আসেন।