মুর্শিদাবাদ জেলা বামফ্রন্ট DYFI যুব কমিটির ডাকে জঙ্গিপুর মহকুমা শাসক অফিস অভিযান ও ডেপুটেশন ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

মুর্শিদাবাদ: এইদিন DYFI রাজ্য কমিটির সদস্য শুক্লা মান্ডির নেত্তৃত্তে জঙ্গিপুর মহকুমা শাসক অফিস অভিযানের ডাক দেওয়া হয় । নদীয়া জেলার dyfi যুব নেতা রুদ্র প্রসাদ মুখার্জি বলেন, রাজ্য সরকারের একাধিক দুর্নীতি, শাসক দলের নেতা মন্ত্রীদের আর্থিক কেলেঙ্কারি,আনিস খানের হত্যাকারীদের কঠোর শাস্তি,এবং কলকাতার রাজপথে দীর্ঘদিনের আন্দোলনরত এস এস সি প্রার্থীদের নিয়োগের দাবি সহ্,পঞ্চায়েত লুঠ ,বেকারদের চাকরিতে নিয়োগ,গঙ্গা ভাঙ্গন রোধ, ক্ষতি গ্রস্তদের পুর্নবাসনের দাবি,ও অবিলম্বে রঘুনাথগঞ্জে ফায়ার ব্রিগেড স্থাপন , এবং জঙ্গিপুরে গার্লস কলেজ স্থাম্পনের সহ্ একাধিক দাবিতে আজকের এই অভিযান।

    এইদিন রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের প্রতাপপুর থেকে কয়েক হাজার ডি ওয়াই এফ্ আই কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রার মাধ্যমে জঙ্গিপুর মহকুমা শাসক অফিস অভিযান শুরু হয় ।

    এছাড়াও এইদিন পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে লাগাতার স্লোগান উঠতে থাকে।

    এইদিন মহকুমা শাসক অফিসের মূল গেটের সামনে দীর্ঘক্ষণ প্রতিবাদ সভা চলতে থাকে ডি ওয়াই এফ্ আই এর। প্রতিবাদ সভার প্রথম দিকেই পুলিশের সাথে এক প্রকার যুব কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। কিছুক্ষণ ধস্তাধস্তি চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অপর দিকে আজকের এই অভিযানের কয়েক দফা দাবি নিয়ে জঙ্গিপুর মহাকুমার শাসককে ডেপুটেশন ও স্মারকলিপিও তুলে দেন। সেই সঙ্গে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল তৈরি করে তা দাহ করা হয় মহকুমা শাসক অফিসের মুল গেটের সম্মুখে। উপস্থিত ছিলেন রাজ্য যুবনেতা শুক্লা মান্ডি,মুর্শিদাবাদ জেলা যুব নেতা মিজানুর রহমান, মোহাম্মদ বিপুল, দেবাশীষ রায় মোদাচ্ছের হোসেন সহ জেলার অন্যান্য যুব নেতৃত্ব ও কর্মীবৃন্দরা।