ইমারজেন্সি সামনে জল জমে থাকার জন্য ছবি করতে পারলেন না রোগী

নিজস্ব প্রতিবেদক:-মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বৃষ্টির জল জামা কে কেন্দ্র করে নাজেহাল রোগীর পরিজনেরা। ইমারজেন্সি সামনে জল জমে থাকার জন্য ছবি করতে পারলেন না রোগী। শুক্রবার দুপুরের পর থেকেই মুর্শিদাবাদ জেলা সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। অবশেষে এই বৃষ্টির জেরে কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তবে শুক্রবার সন্ধ্যার পর থেকেই এই বৃষ্টির জেরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে জমে থাকল জল।এমনকি, জলের ওপর দিয়ে হাঁটতেও ভয় পেল অনেকেই। কারণ, কোনটা ড্রেন ও কোনটা বৃষ্টির  জমা জল তা বুঝে উঠতে পারছেন না কেও। ফলে প্রবল সমস্যায় পড়তে হয় সকলকেই। শুক্রবার রাতের পর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রবেশ পথেই জমে আছে জল। এক হাঁটুর সমান জল জমে থাকায় কার্যত নাজেহাল রোগী ও রোগীর আত্মীয়রা।অন্যদিকে, হাসপাতালের বাইরে জল জমে থাকায় ছবি করাতে পারলেন না রোগীর আত্মীয়রা। জঙ্গিপুর থেকে রোগী নিয়ে এসেছিলেন শুক্রবার বিকেলে নজরুল ইসলাম।চিকিৎসকেরা জানান রোগীর এক্সরে ছবি করতে হবে। কিন্তু ছবি করার কথা থাকলেও এমারজেন্সীর সামনে বৃষ্টির জল জমে থাকার কারণে রোগী কে নিয়ে গিয়ে ছবি করাতে পারলেন না তারা।পাশাপাশি অন্যান্য রোগীর পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, এমারজেন্সীর সামনে রোগীদের কে নিয়ে আসতেও প্রবল সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।যদিও নিকাশী নালার অবস্থা বেহাল থাকার কারণেই এই জল জমে থাকা হলেও কোন ভাবেই মুখ খুলতে চাননি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।