বিশ ফুট পাইথনকে দেখল জলপাইগুড়ি বাসী

নিজস্ব সংবাদদাতা: এক দুই না বিশ ফুট পাইথনকে দেখল জলপাইগুড়ি বাসী।জলপাইগুড়ির গরুমারাতে নেওড়া নদীর ধারে একটা আসত ছাগল খাচ্ছিল ওই পাইথনটি।এত বড় আকারের পাইথনের সামনে যাবার সাহস করেন নি কেউই।তারা পরিবেশবিদ ননী রায়কে খবর দিলে তিনি এসে দেখেন ওই পাইথনটিকে।পাইথনটিকে দেখে প্রথমে তিনিও হতচকিত হয়ে যান।তারপরে তিনি ডাকেন বন দপ্তরের কর্মীদের।তারা এসে সাপটিকে নিয়ে যান।এত বড় পাইথনটিকে দেখে আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ির স্থানীয় বাসিন্দাদের মনে।তারা জানান যে পাইথন একটা আসত ছাগল খেতে পারে,সে ছোট ছোট বাচ্চাদেরও আক্রমন করতে পারে।এর আগেও জলপাইগুড়িতে পাইথনের দেখা পাওয়া গিয়েছিল তবে সেগুলি দশ থেকে বারো ফুটের মধ্যেই ছিল।এদিকে পাইথনটি কোথা থেকে চলে আসল সেটাও খতিয়ে দেখছেন বন দপ্তরের কর্মীরা।