|
---|
তানবির কাজি, নতুন গতি নিউজডেস্ক: মুক্তির তারিখ পিছিয়ে যেতে পারে “গোলন্দাজ” সিনেমার। সিনেমাটির গল্প বাঁধা হয়েছে কিংবদন্তি ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারি-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে।হিন্দিতে বায়োপিক সিনেমা খুব বেশি পরিমাণে হলেও বাংলায় সেভাবে দেখা যায় না। শেষ জাতীয় স্তরে বাঙালি বায়োপিকের স্বাদ পেয়েছিল পাভেল পরিচালিত “রসগোল্লা” সিনেমায়। তারপর কেটে গেছে কয়েকবছর। কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে এস ভি এফ –এর প্রযোজনায় ধ্রুব ব্যানার্জি পরিচালিত দেব অভিনীত নতুন এই বাংলা সিনেমা দিয়ে। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্বয়ং পরিচালক। সংলাপে সাহায্য করেছেন অনির্বাণ ভট্টাচার্য।
খুব বড় স্কেলে বানানো এই সিনেমা নিয়ে আশাবাদী পরিচালক। তাঁর কথায়, মানুষ খুব ভালো অভিজ্ঞতা নিয়ে সিনেমা হল থেকে বাড়ি ফিরবে। ছবিতে দেব বাদেও অভিনয় করেছে অনির্বাণ, ঈষা প্রমুখ।
সঙ্গীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ। গান লিখেছেন শ্রীজাত। সবকিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পেত আগামী ১৫ আগস্ট। কিন্তু করোনা’র এই ভয়াবহ পরিস্থিতে মুক্তির তারিখ পিছিয়ে যাবে বলে দাবি করা হচ্ছে।