বেকার যুবকদের জন্য এক অনন্য পদক্ষেপ নিয়েছে রাজ্য শ্রম দপ্তর

নিজস্ব প্রতিনিধি : বেকার যুবকদের জন্য এক অনন্য পদক্ষেপ নিয়েছে রাজ্য শ্রম দপ্তর। তারা বেকারদের পাট স্পিনিং এবং উইভিং প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে।

    পাট শিল্পে যাতে রাজ্যের বেকাররা কাজ পায়, সেজন্য এই উদ্যোগ। ২০১৮-১৯ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রম দপ্তর একটি সমীক্ষা করে দেখেছে পাটশিল্পে সবসময় প্রশিক্ষিত কর্মীর চাহিদা থাকে। এইজন্য তিন মাসের এই প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।

    বিভিন্ন জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। এই প্রশিক্ষণের জন্য যুবকে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।

    বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে একমাসের প্রশিক্ষণ নিয়ে কর্মীদের পাটের কোনও কলে পাঠানো হবে হাতে কলমে আরও দুমাস প্রশিক্ষণ নেওয়ার জন্য। ইতিমধ্যেই বাঁকুড়া, হাওড়া, দমদম, বারাকপুর, চুঁচুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কালনা, বোলপুর ও শ্রীরামপুরে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। বসিরহাট, উলুবেড়িয়াতে দুটি উপকেন্দ্র খোলা হয়েছে।

    যারা প্রশিক্ষণ নিতে চায় তাদের প্রথম একমাস রোজ ১০০টাকা পরের ৪৫ দিন প্রতিদিন রোজ ১৮০টাকা এবং শেষ ১৫ দিন রোজ ২৫০ টাকা করে দিতে হবে। শেষ দুমাসে পাটকলে তাদের থাকা ও খাওয়ার বন্দোবস্ত করতে কর্তৃপক্ষ।

    দপ্তরের আধিকারিকরা আশাবাদী এই প্রশিক্ষণ নিতে বিভিন্ন জেলা থেকে অনেক যুব আসবেন। ইতিমধ্যেই যে কেন্দ্রগুলিতে প্রশিক্ষণ শুরু হয়েছে, সেখানে আগাম নাম নথিভুক্ত করায় ব্যাপক সাড়া মিলেছে। প্রসঙ্গত, শ্রম দপ্তর বিভিন্ন স্কুল ও কলেজে কেরিয়ার টকস বলে একটি কর্মসূচী ও বিভিন্ন কর্মশালা চালু করেছে যার মাধ্যমে ছাত্রাবস্থা থেকেই তাদের কর্মসংস্থানমুখী কাজের জন্য গাইড করা হচ্ছে।

    কর্মশালার মূল উদ্দেশ্যে বাজারের কর্মসংস্থানের গতিপ্রকৃতি সম্বন্ধে অবহিত করা। গত আর্থিক বছরে আনুমানিক ৪৯৪টি কেরিয়ার টকস আয়োজিত করা হয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানে এবং এতে অংশ নেয় ৩৭৬৮৩জন পড়ুয়া। এর জন্য ব্যয় হয়েছে ১০.৯ লক্ষ টাকা।