|
---|
নিজস্ব সংবাদদাতা : বিদ্যুতের খোলা তারে জোড়া মৃত্যুর ঘটনায় সরিয়ে দেওয়া হল বাঁকুড়ার লালবাজারে কাস্টমার সার্ভিস সেন্টারের স্টেশন ম্যানেজারকে। গত শনিবার ভুতশহরে তারের সংস্পর্শে আসায় মৃত্যু হয় দুজনের।
অভিযোগ ওঠে, রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে। বিদ্যুৎ দফতর ঘটনার তদন্তের নির্দেশ দেয়। সেই তদন্তের ভিত্তিতেই সোমবার সন্ধ্যায় স্টেশন ম্যানেজারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যেতে বলা হয়েছে।শনিবার ওই ঘটনার পরেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।
দুটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছেন খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোতস্না মান্ডি। এছাড়াও তাদের পাশে থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।শনিবার সকালে বাঁকুড়া সদর থানার ভূতশহর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়। স্থানীয়দের বক্তব্য, এলাকায় এ ধরনের ঘটনা নতুন নয়।বিষয়টি বিদ্যুৎ দফতরকে জানানো হলেও কোনও লাভ হয়নি। ঝড়বৃষ্টি হলেই বিপজ্জনকভাবে ঝুলে থাকে বিদ্যুতের তার। সেদিনও ওইভাবেই বিদ্যুতের খুঁটির থেকে ওই তারটি ছিঁড়ে রাস্তায় পড়েছিল।