গুড়িয়ে দেওয়া হল গান্ধীর মূর্তি, খোদ অহিংসার পূজারির জন্মভূমিতেই

নতুন গতি,ওয়েব ডেস্ক, ৫ জানুয়ারিঃ গুড়িয়ে দেওয়া হল জাতীর জনক মহাত্মা গান্ধীর মূর্তি। ঘটনাটি ঘটেছে, গুজরাতের আমরৌলি জেলার হরিকৃষ্ণ লেকের কাছে। জানা গিয়েছে, শুক্রবার রাতে বেশ কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি এই কাজ করে।
২০১৭ সালে বাগানে এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল।সুরাটের ডায়মন্ড ব্যবসায়ী সাবজিভাই ঢোলাকিয়ার ঢোলাকিয়া ফাউন্ডেশনের উদ্যোগে লেকের ধারে বাগানের সৌন্দর্যায়নের কাজ করা হয়। তখনই মূর্তিটি স্থাপন করা হয়। ২০১৭ সালে মূর্তিটির উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী।
অভিযুক্তদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। লাঠি থানার এসআই ওয়াই পি গাহিল জানিয়ছেন বিষয়টি সমাজবিরোধীদের কাজ বলেই মনে হচ্ছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করার আশ্বাসও তিনি দিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন স্থানে মনীষীদের মূর্তি ভাঙার মতো লজ্জাজনক ঘটনা ঘটে চলেছে। ত্রিপুরায় ক্ষমতার পালাবদলের পরেই গেরুয়া সন্ত্রাসের শিকার হয়েছিল লেনিনের মূর্তি। গত বছর লোকসভা ভোটের আগেও কলকাতায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুরের মতো অপকর্মের নেতৃত্ব দিয়েছিল গেরুয়া গুণ্ডারা।