|
---|
নিজস্ব প্রতিবেদক:- স্নান করতে গিয়ে মর্মান্তিক পরিণতি দাদা ও বোনের (brother and sister death)। গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার ঘটনা শোনা গেল ফের। হুগলির চন্দননগরের ঘটনা।চন্দননগরের (Chandannagar) বিশালাক্ষ্মী ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেল দাদা ও বোন। জানা যাচ্ছে, আজ দুপুরে জোয়ারের সময় স্নান করতে নেমে তলিয়ে যায় তারা।মুন্না কেইয়াট নামে ওই যুবক ও তার বোন কলকাতার বাসিন্দা নয়। বিহারের পটনায় থাকতেন তারা। এখানে ঘুরতে এসেছিল। শুক্রবার গঙ্গায় (Ganga) বছর ২৫-এর দাদা স্নান করতে যায় ১০ বছরের বোনকে নিয়ে। স্নান করতে নেমেই বিপত্তি ঘটে। জলে তলিয়ে গেল দাদা মুন্না কেইয়াট ও বোন সন্ধ্যা কেইয়াট।অঘটন বুঝতে পেরে এলাকার লোকজন পুলিশে খবর দেন। ঘটনাস্থলে আসে চন্দননগর থানার পুলিশ। তাঁদের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দফতর। বিকেল গড়িয়ে যাওয়ার পরও তল্লাশি চলে। কিন্তু খোঁজ মেলেনি ভাই-বোনের।অন্যদিকে, হাওড়ার উদয়নারায়ণপুরে দামোদরে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই তরুণের। নিখোঁজ রয়েছেন আরও দু’জন। কেউ ঘুরতে এসেছিল আত্মীয়ের বাড়িতে। কেউ গিয়েছিলেন পিকনিক করতে। কিন্তু হঠাৎই যেন সবকিছু ওলটপালট হয়ে গেল। পুজো উপলক্ষে হাওড়ার উদয়নারায়ণপুরে গেছিলেন দাসনগরের ১১জন বন্ধু। শুক্রবার নয়াচকে দামোদরের পারে পিকনিক করেন তাঁরা। এরপর সবাই মিলে স্নান করতে নামেন। তখনই কোটালের টানে, চারজন ভেসে যান বলে স্থানীয় সূত্রে খবর। সন্ধের পর উদ্ধার হয় দু’জনের মৃতদেহ। মৃতরা হলেন ২০ বছরের সুমন সাঁপুই ও এবং ২২ বছরের শুভজিৎ মণ্ডল।