|
---|
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- তৃণমূল ও বিজেপির বিভিন্ন নীতির বিরুদ্ধে, ১০০ দিনের কাজের দাবিতে ও খয়রাশোল ব্লককে খরা এলাকা ঘোষণার দাবিতে খয়রাশোল সিপিআইএম এরিয়া কমিটির উদ্যোগে খয়রাশোলে মিছিল ও জনসভার আয়োজন করা হয় বুধবার। সেই সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ, পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি,সিপিআইএম খয়রাসোল এরিয়া কমিটির সম্পাদক দিলীপ গোপ সহ অন্যান্য নেতাকর্মীরা।
শতরূপ ঘোষ এদিন তার বক্তব্যের মাধ্যমে বলেন বীরভূমে একটাও টোল প্লাজা নেই,যেটা টেন্ডার দিয়ে বরাত পেয়েছে।একটাও পয়সা সরকারের ঘরে যায় না, সব যায় তৃণমূলের ঘরে। এনিয়ে বীরভূম জেলা শাসককে ও কটাক্ষ করেন। এমজিএন আর জিএস এর প্রসঙ্গে বলেন পশ্চিম বঙ্গ ছাড়াও কেরল, দিল্লি সহ অন্যান্য রাজ্য রয়েছে অবিজেপি শাসিত সেখানে তো এ অভিযোগ শোনা যাচ্ছে না।মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত, পরেশ অধিকারী সহ অন্যান্য নেতা মন্ত্রীদের নাম করে ফ্লাটে টাকা, চাকরি কেলেঙ্কারি ইত্যাদির প্রসঙ্গ ধরে ধরে তৃনমুল কংগ্রেসের কে উৎখাত করে মানুষের পঞ্চায়েত গড়ার ডাক দেন সভা থেকে। এদিন খয়রাসোল গোষ্ট ডাঙ্গাল থেকে রক্তিম পতাকা, ব্যানার, বাদ্যযন্ত্র সহযোগে সুসজ্জিত মিছিল স্থানীয় খয়রাসোল এলাকা পরিক্রমা করে এবং ব্লক সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের কাছে সভা অনুষ্ঠিত হয়।