“দার্জিলিং পুরসভাতে দশে দশ পাবে তৃণমূল”: গৌতম দেব

দার্জিলিং: আসন্ন পুর নির্বাচনে এবার দার্জিলিং পুরসভাতে দশে দশ পাবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দার্জিলিংয়ের জিমখানার একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দার্জিলিং পুরসভা নির্বাচন নিয়ে এমনটাই জানালেন শিলিগুড়ির ভাবী মেয়র গৌতম দেব। এদিন সকালে দার্জিলিংয়ের জিমখানায় পাহাড়ের ১২ টি জনজাতি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে নির্বাচনী বৈঠক করেন গৌতম দেব। পাশাপাশি উপস্থিত ছিলেন বিনয় তামাং, রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী ও দার্জিলিং হিল তৃণমূল কংগ্রেসের সভাপতি লালবাহাদুর রাই সহ অন্যান্যরা।

    এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন দার্জিলিং পুরনির্বাচনে দশটি আসনে আমরা প্রার্থী দিয়েছি। ওই দশটি আসনই আমরা পাবো। নির্বাচনে জয়ী হয়ে আমাদের প্রথম লক্ষ্য দার্জিলিং পুরসভাকে পৌরনিগমে উন্নিত করা। এছাড়াও পাহাড়ের সার্বিক উন্নয়নে তৃণমূল কংগ্রেস কাজ করবে।” এদিনের বৈঠকে ১২ টি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিল চারটি জনজাতি উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা। নির্বাচনের আগে তাদের সঙ্গে পরে আলোচনা করবেন বলে জানান গৌতম দেব। পুর নির্বাচনে যাতে বোর্ডের সদস্যরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে সেই বিষয়ে আলোচনা করেছেন তিনি।