জমে উঠেছে ইংরেজবাজার পুরো নির্বাচনী লড়াই

মালদা, ১৮ ফেব্রুয়ারি: জমে উঠেছে ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পুরো নির্বাচনী লড়াই । পাশাপাশি রয়েছে ২৬ এবং ২৭ নম্বর ওয়ার্ড । সেই ওয়ার্ডেও নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে নেই তৃণমূল প্রার্থীরা।
এবারের ইংরেজবাজার পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন অঞ্জু তেওয়ারি, ২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন গৌতম দাস এবং ২৭ নম্বর ওয়ার্ডের শাসক দলের প্রার্থী হয়েছেন পূজা দাস। তাঁদের সমর্থনে বৃহস্পতিবার রাতে গয়েশপুর মঙ্গল সমিতি ক্লাব সংলগ্ন এলাকায় একটি তৃণমূলের রাজ্য মহিলা নেত্রীদের উপস্থিতিতে কর্মী সভা অনুষ্ঠিত হয় । সেখানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের রাজ্য মহিলা সংগঠনের সহ-সভাপতি মৌমিতা বসু । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নন্দিতা চৌধুরী । এছাড়াও ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, মালদা জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক চন্দনা সরকার প্রমূখ।

    এদিন পুরো নির্বাচনের প্রাক্কালে উদ্ধার করতে এসে দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্য মহিলা সহ-সভাপতি মৌমিতা বসু বলেন, গোটা রাজ্যজুড়ে যেভাবে উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার ফলস্বরূপ পুরো নির্বাচনে জয়জয়কার শুরু হয়েছে। মানুষ উন্নয়ন দেখছে বলেই মুখ্যমন্ত্রীকে দুই হাত তুলে আশীর্বাদ করছেন। যার ফলে এখনো পুরো নিগমের নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিরোধীরা। এবারের নির্বাচনে ১০৮ টির মধ্যে তিনটি পুরসভা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়ী হয়েছে। বাকি পুরসভা গুলো একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করবে তৃণমূল। মহিলা সংগঠন ব্যাপকভাবে সাড়া ফেলেছে। নির্বাচনী প্রচারে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মহিলা নেত্রী, কর্মীরা নির্বাচনী প্রচার চালাচ্ছেন।