তৃণমূল নেতার গাড়ি লক্ষ্য করে গুলি-বোমাবাজি! কি আছে রাজনৈতিক কারণ?

নতুন গতি নিউজ ডেস্ক: নৈহাটির শিবদাসপুর এলাকায় তৃণমূল নেতা রানা দাশগুপ্তর গাড়ি লক্ষ্য করে চলল বোমাবাজি ও গুলি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন বীজপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও বারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। তৃণমূল কর্মী ও সমর্থকেরা প্রতিবাদে হালিশহরের পাঁচমাথার মোড় অবরোধ করে।

    তৃণমূল নেতার বক্তব্য বুধবার রাতে নৈহাটির শিবদাসপুর এলাকা হয়ে ফিরছিলেন তিনি, পেপার মিলের সামনে তাঁর উপর হামলা চালানো হয়। তৃণমূল নেতার দাবি, তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমাবাজিও করা হয়। কোনওক্রমে গাড়ি নিয়ে এলাকা ছাড়েন তিনি। গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বরাতজোড়ে প্রাণে বাঁচেন তিনি।

    প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাজনৈতিক কারণেই এই ঘটনা। যদিও কারণ নিয়ে নিশ্চিত নয় পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজ চালানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও।